প্রধানমন্ত্রীর নামে কটুক্তির প্রতিবাদ, এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোল এলাকায়। তবে অভিযোগ অস্বীকার করে শাসকদলের দাবি, মারধরের সংস্কৃতি তৃণমূলের নয় গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, চাঁচোল থানার আশ্রমপাড়া এলাকার বাসিন্দা অমল চন্দ্র দাস। তিনি এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। মঙ্গলবার রাতে চাঁচোল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল আনতে যান তিনি। সেই সময় এলাকার শাসকদলের কয়েকজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্বন্ধে কটূক্তি করায় প্রতিবাদ করেছিলেন তিনি। এরপরই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় চোখে গুরুতর আঘাত পান অমলচন্দ্র দাস। আক্রান্তের দাবি, এই ঘটনায় তৃণমূল জড়িত। গোটা বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচোল থানায়।
এবিষয়ে জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, 'আলপিন থেকে এলিফ্যান্ট তৃণমূলের সমস্ত নেতা-কর্মীরাই দুর্নীতিতে যুক্ত। তাঁরা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই কারণেই মারধর ও হামলার ঘটনা ঘটাচ্ছে। ২০২১-এর জানুয়ারি থেকেই মারের বদলা পাল্টা মার হবে। তার জন্য প্রস্তুত আছি।' তবে অভিযোগ অস্বীকার করে জেলার যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, 'তৃণমূল মারধরের সংস্কৃতে বিশ্বাস করে না। গ্রাম্যবিবাদের জেরেই ঘটনা ঘটেছে।' গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback