রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) প্রথমস্থান দখলের লড়াইয়ে নেমেছিল তিনটি দল। লিগ তালিকায় প্রথমস্থানে থাকা টটেনহাম হটস্পার ড্র করায় প্রথম স্থানে চলে আসার সুযোগ এসেগিয়েছিল লিভারপুলের সামনে। কিন্তু তাঁরাও ড্র করায় লিগ শীর্ষে থেকে গেল হ্যারি কেনের টটেনহাম। অপরদিকে জিতে তিন নম্বরে উঠে এল লেস্টার সিটি। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জমে উঠেছে।
রবিবার বিকেলে প্রথমে টটেনহাম হটস্পার ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ ছিল। ওই ম্যাচ ড্র হয়। ম্যাচের ২৩ মিনিটে অধিনায়ক হ্যারি কেন দূরপাল্লার শটে গোল করে এগিয়ে দেয় টটেনহামকে। এরপর ক্রিস্টাল প্যালেস বারবার গোলমুখে আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেনি। একটি ফ্রি-কিক ক্রশবারে লেগেও ফেরে। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে টটেনহাম। দ্বিতীয়ার্ধেও খেলা আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে। এই সময় ম্যাচের ৮১ মিনিটে জোফ্রা গোল করেন ক্রিস্টাল প্যালেসের হয়ে। এবং শেষ পর্যন্ত ম্যাচের ফল ১-১ থাকে। উল্লেখ্য এই মরশুমে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ৯ নম্বর গোল হয়ে গেল টটেনহামের হয়ে। তবুও তিনি এদিন জেতাতে পারলেন না দলকে। যদিও গোল পার্থক্যে টটেনহাম এক নম্বরেই থাকল।
অপরদিকে লিভারপুল রবিবার ফুলহামের বিরুদ্ধে ড্র করায় লিগ শীর্ষে যেতে পারল না। এদিন জিতলেই ইপিএল শীর্ষে চলে যেত জুর্গেন ক্লপের লিভারপুল। কিন্তু প্রথমার্ধেই গোল থেকে পিছিয়ে যায় মহম্মদ সালহা-রা। ম্যাচ শুরুর ২৫ মিনিটেই ববি রেড গোল করে ফুলহামকে এগিয়ে দেয়। খেলার ৭৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় ক্লপের দল। সেখান থেকে গোল করে লিভারপুলের হয়ে সমতা ফেরায় মহম্মদ সালাহ। এই ম্যাচ ড্র করায় গোল পার্থক্যে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে ব্যর্থ হল লিভারপুল।
অন্যদিকে, কিং পাওয়ার স্টেডিয়ামে ব্রাইটনের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল লেস্টার সিটি। ম্যাচে জোড়া গোল করেন জেমস মিডলসন। অপর গোল জিম ভার্দির। ম্যাচের ২৭ মিনিটেই জেমসের গোলে এগিয়ে যায় লেস্টার। তাঁর পরের গোল ৪৪ মিনিটে। এরমধ্যে জিম ভার্দি ৪১ মিনিটে লেস্টারের হয়ে তিন নম্বর গোলও পেয়েছেন। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। দ্বিতীয়ার্ধেও খেলার ফল একই থাকে। রবিবারের অন্যতম অঘটন আর্সেলানের হার। লিগ তালিকার ১৭ নম্বরে থাকা ব্রানলে-র কাছে ১-০ গোলে হেরে যায় গানার্সরা। ফলে ১২ ম্যাচ খেলে ১৫ নম্বরে রয়েছে এমরির দল। ম্যাচের প্রথমার্ধ দু দলের আক্রমণে গতি থাকলেও গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে শুরুতে ৫৬ মিনিটে লাল কার্ড দেখে ম্যাঠের বাইরে যায় আর্সেলানের গ্রানিত জাকা। ফলে ১০ জনের আর্সেনালকে পেয়ে আক্রমণে জোর বাড়ায় ব্রানলে। চাপের মুখে ম্যাচের ৭৩ মিনিটের নিজেদের গোলেই বল জড়িয়ে ফেলেন আর্সেনালের পেইরি এমেরিক।
إرسال تعليق
Thank You for your important feedback