ঘন কুয়াশায় বিঘ্নিত ট্রেন-বিমান, দেখা নেই শীতের


মঙ্গলবারের মতো বুধবারও ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ল রাজ্য। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে কুয়াশার দাপট। কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের কম ছিল। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই চলছে কুয়াশার দাপট। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রাও বাড়ছে পাল্লা দিয়ে। উত্তরের পার্বত্য এলাকায় আকাশ মেঘলা থাকলেও দক্ষিণের আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হলেও দক্ষিণে তাপমাত্রা রয়েছে অনেকটাই বেশি। 



অপরদিকে ঘন কুয়াশার জন্য এদিন কলকাতা ও জেলায় ট্রেন চলাচল কিছুটা ব্যহত হয়েছে ভোর থেকে। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৫০ মিটার। ফলে বেশ কয়েকটি উড়ানে দেরী হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। দৃশ্যমানতা কম থাকায় ধীরগতিতে বিমান ওঠানামা করেছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কম দৃশ্যমানতার জন্য রানওয়েতে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম CAT-3 ব্যবহার করা হচ্ছে। 

 

ফলে কিছুটা দেরি হলেও বিমান বাতিল করতে হয়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন সকালের পরিবেশ এ রকমই কুয়াশাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা কমার সম্ভবনা নেই এখনই। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم