তরুণ প্রজন্মের ভোট টানতে এবার তৃণমূলের ‘দুয়ারে তারকা’

তরুণ প্রজন্মের ভোট টানতে এবার তৃণমূলের নতুন কর্মসূচি। এই কর্মসূচিতে সামনের সারিতে রাখা হবে তারকা রাজনৈতিকদের। অর্থাৎ যারা অন্য পেশা থেকে রাজনীতিতে এসে নজর কেরেছেন, সফলও হয়েছেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচিতে সামনে আনা হচ্ছে তৃণমূল সাংসদ দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান বা টলিউড তারকা সোহমের মতো তৃণমূলের মুখদের। আগামী জানুয়ারি মাস থেকেই এই তারকারা দুয়ারে দুয়ারে যাবেন। 

সূত্রের খবর, এই কর্মসূচিতে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে তরুণ-তরুণীদের টার্গেট করা হয়েছে। তৃণমূল এই কর্মসূচির জন্য বেশ কয়েকজন তারকা রাজনৈতিককে বেছে নিয়েছে। যারা রাজনীতির জগতে ছিলেন না, কিন্তু পরে রাজনীতিতে এসে নামডাক অর্জন করেছেন সাফল্যের সঙ্গে। এই তালিকায় রয়েছেন, তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী), মিমি চক্রবর্তী, নুসরত জাহান, প্রসুন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র এবং শতাব্দী রায়। বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা, ব্রাত্য বসুর পাশাপাশি অভিনেতা সোহম সহ কয়েকজনের নাম। এদের মধ্যে মিমি চক্রবর্তী, নুসরত জাহান, দেব, শতাব্দী রায় ও শোহম অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ব্রাত্য বসু নাট্যজগতের ব্যক্তিত্ব। মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এবং সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায় ক্রীড়া জগতের নামকরা ব্যক্তিত্ব ছিলেন। অপরদিকে মহুয়া মৈত্র ছিলেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার এবং বিদেশে কর্মরতা ছিলেন। ডেরেক ও’ব্রায়ান ছিলেন বিখ্যাত কুইজ মাস্টার ও যুব সমাজের জনপ্রিয় মুখ। ফলে তাঁদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে যুব প্রজন্মের কাছে পৌঁছে যেতে চাইছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব। আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল এবারের নির্বাচনে তরুন প্রজন্মের ভোটাররা একটা বড় ভূমিকা নিতে চলেছে। বিজেপির সর্বভারতীয় নেতারাও এর আগে তরুণ প্রজন্মকে কাছে টানার বার্তা দিয়েছে। এবার শাসকদল তারকাদের কাজে লাগিয়ে তাঁদের কাছে পৌঁছে যেতে চাইছে। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم