বুধবার কাঁথিতে তৃণমূল কংগ্রেসের সভা। সেখানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি শিশির অধিকারী। গত শনিবার তাঁর ছেলে শুভেন্দু যোগ দিয়েছেন বিজেপিতে। এই নিয়ে এখনও মুখ খোলেননি কাঁথির অধিকারী পরিবারের অভিভাবক শিশির অধিকারী। তিনি আদৌ কী অবস্থান নেবেন সেটা নিয়ে জল্পনা অব্যহত রাজ্য রাজনীতিতে। এরমধ্যেই কাঁথির জনসভায় আমন্ত্রণ জানানো হল তাঁকে।
কিন্তু শিশিরবাবু জানিয়ে দিয়েছেন, শরীরিক অসুস্থতার জন্য ওই সভায় যেতে পারবেন না। উল্লেখ্য, তৃণমূল ছাড়ার আগে শুভেন্দুর বিভিন্ন অরাজনৈতিক সভায় অধিকারী পরিবারের কাউকেই সেভাবে দেখা যায়নি। একটি সভায় শুভেন্দুর ভাই দিব্যেন্দুকে দেখা গেলেও পরে তিনি জানিয়ে দিয়েছিলেন তৃণমূলেই থাকার কথা। তবে পরিবারের বাকিরা মুখ খোলেননি এখনও পর্যন্ত। অপরদিকে, শুভেন্দুর দল ছাড়ার পর বুধবারই শক্তি পরীক্ষায় অবতীর্ণ হবে শাসকদল। ওই সভায় থাকার কথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এবং তৃণমূল সাংসদ সৌগত রায়ের। কাঁথির সাংসদ শিশির অধিকারী, তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হলেও তাঁর বক্তব্য, সেটা হাতে পাননি। যদিও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি জানয়িছেন, শিশিরের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে কাঁথি পুরসভায়।
إرسال تعليق
Thank You for your important feedback