ঘটনার নয় দিন পর সদগতি পেল বিজেপি কর্মী উলেন রায়ের দেহ। বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয়েছে তাঁর। বুধবার বিকেলে মেডিকেল কলেজের তরফে দেহ উলেন রায়ের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, পুলিশ দেহ দিতে গড়িমসি করায় বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখান। তারপইর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর বিজেপিকর্মীদের বিশাল মিছিল করেন দেহ নিয়ে।
মেডিকেল থেকে আমবাড়ি, গেটবাজার হয়ে মেনঘোড়ার বাড়িতে এসে পৌঁছায় দেহ। জেলা স্তরের বিজেপি নেতারা আগে থেকেই সেখানে ছিলেন। সন্ধ্যায় আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী রায়চৌধুরী। তিনি রাজ্যের শাসকদলকে স্বৈরাচারী বলে তুলোধোনা করেন। এদিনও পরিবারের তরফে এবং বিজেপির তরফে ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে। উলেন রায়ের মরদেহ নিজের বাড়িতেই সমাধিস্থ করা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback