করোনার জেরে পিছিয়ে গেল ফুটবলের জোড়া বিশ্বকাপ

করোনার জেরে আগেই বন্ধ হয়েছিল একাধিক ক্রীড়ানুষ্ঠান। ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টোকিও অলিম্পিক স্থগিত হয়েছে। এবার করোনার থাবায় বাতিল হয়ে গেল ২০২১ সালের ফুটবলের জোড়া বিশ্বকাপ।  অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২১-র বদলে ২০২৩ সালে করার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা (FIFA)। বৃহস্পতিবার ফিফার কাউন্সিল ব্যুরো এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ২০২১ সালে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব ২০ ও পেরুতে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা ছিল। তবে করোনার জেরে আগামী বছরের এই দুটি বিশ্বকাপই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ফিফা। ২০২৩ সালে এই দুটি দেশেই বিশ্বকাপ হবে বলে জানানো হয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখন সব দেশের কাছে বড় চ্যালেঞ্জ। এখনও আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে বিভিন্ন দেশের ক্ষেত্রে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এটা পরিষ্কার, বিশ্বজুড়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم