কর্মসূচি চলাকালীন বিজেপি কর্মীদের ওপর হামলা

তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত পুরুলিয়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চল। বিজেপির পতাকা টাঙানো ও আর নয় অন্যায় কর্মসূচির প্রচার চলার সময় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, উত্তরবারের বৌতল ঝগড়ায় মন্দির এলাকায় বিজেপির আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব কর্মসূচির প্রচারের জন্য দলীয় পতাকা লাগাচ্ছিলেন কয়েকজন কর্মী। 

অভিযোগ, সেই সময় প্রায় ৭০ থেকে ৮০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রড-বাঁশ দিয়ে তাঁদের উপর হামলা চালায়। হামলায় আহত হন প্রায় ১২ জন বিজেপি কর্মী। গুরুতর জখম অবস্থায় ৩ জনকে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছে বিজেপি। তাঁদের দাবি, ওই প্রচার কর্মসূচির জন্য পুলিশের অনুমতি ছিল। গন্ডগোলের আশঙ্কা করে সে নিয়েও বারবার জানানো সত্ত্বেও কোনওরকম সক্রিয় ভূমিকা পালন করেনি পুলিশ। এমনকী তাঁদের উপস্থিতিতেই বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।               

এবিষয়ে বিজেপির জয়পুর ব্লক মণ্ডল ২ সভাপতি মানু চন্দ বলেন, লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল বলে এলাকায় আর কেউ নেই। তাই এলাকা দখল করার জন্য ভাড়াটে গুন্ডা নিয়ে এসে বিজেপির কর্মীদের উপর অত্যাচার ও মেরে ফেলার চক্রান্ত করেছিল। ওই দুষ্কৃতীদের প্রত্যেকের হাতেই ছিল রড-বাঁশ। উত্তরবার গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ ঘোষের নেতৃত্বেই এই হামলা বলে দাবি করেন তিনি। এদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি ইয়ামিন শেখ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم