শুধুমাত্র একটি উড়ো ফোনের ভিত্তিতে হেনস্থার শিকার হতে হল বর-কনেকে। ভিন ধর্মে বিয়ের অভিযোগ পেয়েই বিয়ের আসর থেকে তাঁদের তুলে নিয়ে আসে কুশিনগর থানার পুলিশ। অভিযোগের এমনকি থানায় তাঁর উপর অত্যাচার করা হয় বলেও দাবি ওই ওই মুসলিম পাত্রের। পরে অভিযোগের সত্যতা যাচাই করলে জানা যায়, পাত্র-পাত্রী দুজনেই মুসলিম।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ভিনধর্মের বিয়ে রুখতে লাভ জেহাদের বিরুদ্ধে আইন এনেছে যোগী সরকার। এই পরিস্থিতেই মঙ্গলবার কুশীনগর থানায় একটি ফোন করে ভিন ধর্মের বিয়ের অভিযোগ করা হয়। ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আটক করা হয় বর-কনেকে। হায়দার আলি নামের ওই যুবকের অভিযোগ, থানায় তাঁকে মারধরও করা হয়। পরে পাত্রী শাবিলা খাতুন পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিজের আধার কার্ড নিয়ে আসলে দেখা যায়, তাঁরা দুজনই মুসলিম। এখানে কেউই ধর্মান্তরিত হচ্ছেন না। শেষপর্যন্ত শাবিনার ভাই থানায় এলে তাঁদের ছাড়া হয়। তবে থানায় নিয়ে আসার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback