টিকা নেওয়ার পরই মার্কিন স্বাস্থ্যকর্মীর অ্যালার্জিক প্রতিক্রিয়া


ব্রিটেনের পর এবার আমেরিকাতেও টিকার পার্শ্বপ্রতিক্রিয়া। আমেরিকার সংস্থা ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের যৌথ উদ্যোগে টিকাকরণ শুরু হয় সোমবার। কিন্তু মঙ্গলবার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই আলাস্কার এক স্বাস্থ্যকর্মীর অ্যালার্জি শুরু হয়। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত সপ্তাহেই টিকা দেওয়া শুরু হতেই ব্রিটেনেও দুজনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এরপরই ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা দেয়, অ্যানাফিলাক্সিসের ইতিহাস বা ওষুধ-খাবার থেকে অ্যালার্জি আছে এমন কোনও ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হবে না। তবে আমেরিকার ফুড এবং ড্রাগ মন্ত্রক জানিয়েছে, এই ভ্যাকসিন নিরাপদ। কিন্ত এই ভ্যাকসিনে যে যে উপাদান আছে তা থেকে যদি কারও অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে এই ভ্যাকসিন নেওয়া ঠিক হবে না।        

রাজধানী জুনাওর যে হাসপাতালে ওই রোগীর চিকিৎসা হয় সেখানকার জরুরি বিভাগের পরিচালক লিন্ডি জোনস সাংবাদিকদের বলেন, ওই রোগীর আগে অ্যালার্জির কোনও ইতিহাস ছিল না। তবে অ্যালার্জির ওষুধ এপিনেফ্রিন দেওয়ার পরই তিনি কিছুটা সুস্থ হন। আপাতত তিনি জুনাওয়ের বার্টলেট রিজিওনাল হাসপাতালেই রয়েছেন। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم