শহরের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। বুধবার বিকেলে এজেসি বোস রোড উড়ালপুলে একটি মিনিট্রাক উল্টে গিয়ে বিপত্তি। ওই গাড়িতে অনেক যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে কমপক্ষে ২৪ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ বা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনকদের পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই গাড়িতে এক ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করে ফিরছিলেন সকলে। কমপক্ষে ৩০ জন ছিলেন ওই গাড়িতে। এদিন বিকেলে ওই গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে গাড়িটি যাচ্ছিল এজেসি বোস রোডের উড়ালপুল দিয়ে। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। পুলিশের দাবি, দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা। ঘটনার পরই কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরা ছুটে যান। শুরু হয় উদ্ধারকাজ, স্থানীয় মানুষজনও হাত লাগায়। ঘটনাস্থলে চাপ চাপ রক্ত দেখা গিয়েছে। এই ঘটনায় এজেসি বোস রোডে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রন হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback