চলে গেলেন ‘মছলিবাবা’ মনু

রবিবার সকালেই দুঃসংবাদ। ফের একবার ইন্দ্রপতন টলিউডে। চলে গেলেন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘জয় বাবা ফেলুনাথ’-এর বিখ্যাত চরিত্র মছলিবাবা। মনু মুখোপাধ্যায়, বাংলা সিনেমার বেশ জনপ্রিয় মুখ। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৯০ বছরের এই বর্ষীয়ান অভিনেতার। 


 বাংলার বুকে স্বর্ণযুগে এমন সব চরিত্রাভিনেতা জন্মেছেন যারা বাংলা সিনেমা এবং থিয়েটারের চিরকালীন সম্পদ। মনু মুখোপাধ্যায় এমনই এক ব্যাক্তিত্ব। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মনু মুখোপাধ্যায়। সকাল ১০টা নাগাদ মৃত্যু হয় এই বর্ষীয়ান চরিত্রাভিনেতা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক জানাচ্ছেন টলিউডের শিল্পী কলাকুশলীরাও। 


১৯৫৯ মৃনাল সেনের ‘নীল আকাশের নিচে' ছবি দিয়ে তাঁর যাত্রা শুরু | এরপর বহু বিখ্যাত পরিচালকের সাথে কাজ করেন তিনি। সত্যজিৎ রায়ের অশনি সংকেত, গণশত্রু সিনেমায় অভিনয় করলেও আজ তাঁর পরিচয় সত্যজিতের  জয় বাবা ফেলুনাথে ‘মছলিবাবা’ চরিত্রের জন্য। এ ছাড়াও তপন সিংহ, তরুণ মজুমদার থেকে অপর্ণা সেন পর্যন্ত প্রায় সব বিখ্যাত পরিচালকই তাঁকে ছবিতে নিতেন। কারণ মনু এমন এক শিল্পী ছিলেন যিনি হাতাশাগ্রস্থ মানুষ থেকে কমেডিয়ান এমনকি ভিলেনের চরিত্রেও এতটাই স্বাভাবিকভাবে অভিনয় করতেন। এমন লো-পিচের অভিনেতা খুব কমই এসেছেন ভারতীয় সিনেমা জগতে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর আরও এক উঁচু দরের অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বাংলা সিনেমা জগতে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم