বিধায়ক পদে শুভেন্দুর পদত্যাগ গৃহীত


গৃহীত হল তৃণমূলত্যাগী বিধায়ক শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র। সোমবার বিধানসভায় গিয়ে তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। শুভন্দু এর আগেই বিধানসভায় গিয়ে সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। তখন তা গৃহীত হয়নি। স্পিকার জানিয়েছিলেন, তাঁকে নিজে এসে পদত্যাগপত্র জমা দিতে হবে। শুভেন্দু জানান, স্পিকার তাঁকে জিজ্ঞাসা করেছেন চিঠিটি তাঁর লেখা কিনা এবং তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন কিনা। তারপর তাঁর উত্তরে স্পিকার সন্তুষ্ট হন। তিনি পদত্যাগ গ্রহণ করেছেন। ইস্তফাপত্র তারিখ ও বিধানসভা কেন্দ্রের নাম উল্লেখ করে পুরনো ইস্তফাপত্রেই একই রকম কালি দিয়ে সংশোধন করেন শুভেন্দু।  স্পিকার বলেন, আগে আইন মেনে পদত্যাগ করা হয়নি। এরপর বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে যান শুভেন্দু। সেখানে আবদুল মান্নানের সঙ্গে একান্তে কথা হয় তাঁর।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم