অকারণে অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত এক মহিলা সহ ছয়জন। এই হামলায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারপিট ও বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রঘুনাথগঞ্জ থানার সাদিকপুর এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে আক্রান্তদের।
অভিযোগ, আহতদের মধ্যে একজন ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিনা প্ররোচনাতেই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ওই ব্যক্তি ও তার আত্মীয়রা প্রতিবাদ করতে গেলে তাঁদের উপর হামলা করে দুষ্কৃতীরা। কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে গড়ায় ঘটনা। এমনকি বাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়। হামলায় আহত হন এক মহিলা সহ ছয় জন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহতরা। গোটা ঘটনার তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback