ন্যাক্কারজনক পরাজয় ভারতের। ১৯৭৪ সালে অজিত ওয়াদেকরের দলকে যেন একটু শান্তি দিলো ২০২০-র বিরাট কোহলির ভারত। সেবার মাত্র ৪২ রানে অল আউট হওয়ার পর ভারতীয় দলের অনেকেই দেশে ফিরতে চাননি। এমনকি লজ্জায় অধিনায়ক ওয়াদেকর খেলাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আজকের চরম পেশাদারি যুগে কোহলির তেমন কোনো প্রতিক্রিয়া নেই। বরং ফিরে আসছেন দেশে, কারণ তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। ফলে নেটিজেনদের চরম আক্রমণের মুখে পড়েছেন বিরাট কোহলি এবং তাঁর দল।
কেউ লিখেছেন IPL এর আগে থেকেই কোহলি ব্যস্ত ছিলেন স্ত্রীকে, খেলার থেকে বেশি স্ত্রী অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করতেই বেশি ব্যস্ত ছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে কোনও ভাবনাই ছিল না কোহলির। একইভাবে সমালোচিত হচ্ছেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, এই অপয়া কোচ বিশ্বকাপে ফ্লপ, তারপরেও কোটি টাকা দিয়ে তাঁকে পোষা হচ্ছে কেন? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য ব্যঙ্গ বিদ্রুপ। তুলোধনা চলছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও কোচকে। তবে এত বড় লজ্জার পারফর্মেন্সের পরও কোনও বিবৃতি নেই কোহলি ও শাস্ত্রীর। ফলে আগুনে আরও ঘি পড়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback