আইসিসির একদিনের ম্যাচের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাট


বৃহস্পতিবার আইসিসির তরফ থেকে প্রকাশ করা হল একদিনের (ওয়ান ডে) ম্যাচের র‌্যাঙ্কিং তালিকা। সেই তালিকায় ব্যাটে শীর্ষ স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বোলিং-এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুরন্ত পেসার যশপ্রীত বুমরা। অলরাউন্ডারের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। 


ব্যাটিংয়ের প্রথম ১০ জনের তালিকা 

১. বিরাট কোহলি (৮৭০)- ভারত

২. রোহিত শর্মা (৮৪২)- ভারত

৩. বাবর আজম (৮৩৭)- পাকিস্তান

৪. রস টেলরমা (৮১৮)- নিউজিল্যান্ড

৫. আ্যারন ফিঞ্চ (৭৯১)- অস্ট্রেলিয়া

৬. ফ্রেনকয়িস ডু প্লেসিস (৭৯০)- দক্ষিন আফ্রিকা

৭. ডেভিড ওয়ার্নার (৭৭৩)- অস্ট্রেলিয়া

৮. ক্রেন উইলিয়ামসন (৭৬৫)- নিইজিল্যান্ড

৯. কুইনটেন ডি কোক (৭৫৫)- দক্ষিন আফ্রিকা

১০. জনি বেয়ারস্ট্রো (৮৪২)- ইংল্যান্ড

 

বোলিংয়ের প্রথম ১০ জনের তালিকা 

১. ট্রেন্ট বোল্ট (৭২২)- নিউজিল্যান্ড

২. মুজিবর রহমান (৭০১)- আফগানিস্তান 

৩. যশপ্রীত বুমরা (৭০০)- ভারত

৪. ক্রিস ওকস (৬৭৫)-ইংল্যান্ড

৫. কাগিসো রাবাদা (৬৬৫)- দক্ষিন আফ্রিকা

৬. জস হ্যাজেলউড (৬৬০)- অস্ট্রেলিয়া

৭. মহম্মদ আমির (৬৪৭)- পাকিস্তান

৮. প্যাট ক্যামিন্স (৬৪৬)- অস্ট্রেলিয়া

৯. মট হেনরি (৬৪১)- নিইজিল্যান্ড

১০. জিওফ্রে আর্চার (৬৩৭)- ইংল্যান্ড

 


অলরাউন্ডারের প্রথম ১০ জনের তালিকা

১. শাকিব আল হাসান (৩৭৩)- বাংলাদেশ

২. মহম্মদ নবি (৩০১)- আফগানিস্তান 

৩. ক্রিস ওকস (২৮১)- ইংল্যান্ড

৪. বেন স্টোকস (২৭৬)- ইংল্যান্ড

৫. ইমাদ ওয়াসিম (২৭১)- পাকিস্তান

৬. কলিন ডে গ্র্যান্ডদোমি (২৬৫)- নিইজিল্যান্ড

৭. রসিদ খান (২৫৩)- আফগানিস্তান

৮. রবীন্দ্র জাদেজা (২৫৩)- ভারত

৯. মিটছেল স্যানটার (২৫১)- নিইজিল্যান্ড

১০. সেন উইল্য়ামস (২৩৮)- জিম্বাবয়ে


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم