তিনদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না দিলে মিলবে না ট্যাবের টাকা

সাড়ে নয় লাখ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছিলেন, প্রত্যেক পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে রাজ্য সরকার। সেইমতো অনেকেই টাকা পেয়েছেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দেওয়া নেই তাদের নিয়ে। এবার রাজ্য সরকার নির্দেশিকা জারি করল, ৭২ ঘন্টার মধ্যে তাঁদের ব্যাঙ্ক ডিটেলস জমা করতে হবে। নাহলে ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা আর মিলবে না। ফলে মাথায় হাত পড়েছে পড়ুয়াদের। সেইসঙ্গে স্কুলগুলির অবস্থায় তথৈবচ। কারণ সমস্যা দেখা দিয়েছে সেই সমস্ত পড়ুয়াদের যাদের এখনও ব্যাঙ্কে কোনও অ্যাকাউন্ট নেই। তিনদিন বা ৭২ ঘন্টার মধ্যে তাঁদের বাংলার শিক্ষা' পোর্টালে ব্যাঙ্কের তথ্য আপলোড করা সম্ভব নয়। 

সরকার পোষিত স্কুলের প্রধান শিক্ষক সংগঠনের তরফে বলা হয়েছে, জেলা স্কুল পরিদর্শকের দফতর থেকে জানানো হয়েছে ২৮ ডিসেম্বরের মধ্যে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য। কিন্তু সমস্যা হল, অনেকের অ্যাকাউন্ট নেই। আবার, এই পোর্টালে চাপ থাকায় খুব শ্লথ। ফলে এই তিনদিনের মধ্যে এত সংখ্যক পড়ুয়ার তথ্য আপলোড করা কার্যত অসম্ভব। আবার বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাঙ্ক সংযুক্তিকরণের জন্য অনেকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে। ফলে এত কম সময়ে নির্ভুল তথ্য জমা দেওয়া কার্যত অসম্ভব। ফলে আশঙ্কা দেখা দিচ্ছে বহু পড়ুয়া ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা থেকে বঞ্চিত হতে পারে। ফলে ক্ষোভ জমছে বিভিন্ন মহলে।

উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, একসঙ্গে সাড়ে নয় লাখ ট্যাব সরবরাহ করতে সমস্যা দেখা দিয়েছে। কারণ লকডাউন ও চিনা দ্রব্য আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় কোনও সংস্থাই এত ট্যাব জোগাড় করে সরবরাহ করতে পারছে না। তাই সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এটাও সমস্যা দেখা দিচ্ছে রাজ্য সরকারের ধার্য করা সময়ের জন্য।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم