৩০ জুন হুল দিবস, দিনবদল উচ্চমাধ্যমিক পরীক্ষার

দুই দিন আগেই পরীক্ষাসূচি ঘোষণা করেছে উচ্চশিক্ষা পর্ষদ। তারমধ্যেই সেই তালিকায় বদল করতে চলেছে শিক্ষাদফতর। শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ৩০ জুন আদিবাসী সম্প্রদায়ের অন্যতম উৎসব হুল দিবস রয়েছে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই ওইদিন পরীক্ষার কর্মসূচি না রাখার কথা জানিয়েছেন তিনি। ওইদিনের বদলে অন্য কোনও দিন পরীক্ষা নেওয়া হবে। তবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দিন চূড়ান্ত হলে উচ্চশিক্ষা পর্ষদ তা ঘোষণা করবে। 

করোনা পরিস্থিতিতে প্রায় ৮ মাস মত বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। অনলাইনে থিয়োরি ক্লাস হলেও হয়নি প্র্যাকটিক্যাল ক্লাস। এদিকে উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা হয়ে গেছে। একদিনও ক্লাস না করে কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছাত্রছাত্রীরা। এদিন  স্কুল খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, স্কুল খুললেই তো হবে না, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।          

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم