ফের তলব কেন্দ্রের, দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব, ডিজি

মুখ্যসচিব ও ডিজিকে ফের দিল্লিতে ডেকে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে তাঁদের হাজির হতে বলা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি বীরেন্দ্র জানিয়ে দিয়েছেন, করোনা আবহে দিল্লি যাওয়ার বদলে তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে পারে কেন্দ্র। কেন্দ্রের এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তীব্র আক্রমণ করে বলেছেন, রাজ্যের অধিকারে অবাঞ্ছিত হস্তক্ষেপ করা হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করছে তারা। কেন্দ্র ঘুরপথে বাংলাকে শাসন করতে চাইছে।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم