বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-কে তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্ন সূত্রের খবর, কেন্দ্রের তলব পেয়েও তাঁরা দিল্লি যাচ্ছেন না। জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতেই তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তাই আমাদের উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হোক।
পাশাপাশি চিঠিতে এও জানানো হয়েছে জেপি নাড্ডার কলকাতা সফরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। তাঁর নিরাপত্তার বন্দোবস্তে ছিলেন, ৪ জন এএসপি ও ৮ জন ডিএসপি পদমর্যাদার আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন, ৭০ জন এসআই ও এএসআই এবং ৪০ জন র্যাফ জওয়ান। পাশাপাশি ২৫৯ জন কনস্টেবল ও ৩৫০ জন সাহায্যকারী বাহিনী ছিলেন জে পি নাড্ডার নিরাপত্তায়। ফলে নিরাপত্তায় কোনও ফাঁক ছিল না বলেই দাবি রাজ্য সরকারের। অপরদিকে বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, বুলেটপ্রুফ গাড়ি ও পুলিশ থাকলেও তাঁরা হাত গুটিয়ে বসেছিল। এখন দেখার রাজ্যের চিঠির উত্তরে কী জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
إرسال تعليق
Thank You for your important feedback