উত্তরবঙ্গ মেডিকেলে ১২৪ শয্যার কোভিড ওয়ার্ড

রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখি হওয়ায় এবার সরকারি হাসপাতালেই কোভিড ওয়ার্ড চালু করার উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। এরআগে জেলায় দুটি বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে কোভিড হাসপাতাল বানিয়ে বিনামূল্যে পরিষেবা দিচ্ছিল স্বাস্থ্য দফতর। কিন্তু করোনার সংক্রমণ কম হওয়ায় এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই করোনার জন্য পৃথক পরিকাঠামো তৈরির উদ্যোগ নিল স্বাস্থ্যদফতর। পরিবর্তে যে কোন একটি বেসরকারি পরিকাঠামো ছেড়ে দেওয়া হবে। এতে অনেকটা খরচও কমবে বলেও আশা কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক বৈঠকের পর স্বাস্থ্য দফতরের উত্তরবঙ্গের আধিকারিক (ওএসডি) সুশান্ত রায় জানান, আপাতত ১২৪ শয্যার পৃথক কোভিড হাসপাতাল তৈরি করা হবে। এরমধ্যে শুধু মাত্র ২০টি শয্যায় ভেন্টিলেশন সহ সিসিইউ পরিষেবার জন্য নির্দিষ্ট থাকবে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم