নিয়োগ সংক্রান্ত জট কাটাতে তড়িঘড়ি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ রাজ্য সরকারের। বুধবার থেকেই এই দায়িত্ব সামলাবেন নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির উপাচার্য শুভশঙ্কর সরকার। সামনেই নির্বাচন, তারআগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে রাজ্যের এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।
আপার প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত প্যানেল কলকাতা হাইকোর্টে বাতিল হওয়ার পরেই কিছুটা চাপে পড়েছে সরকার। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় দেরি হওয়াও ক্ষোভ জমেছে চাকরিপ্রার্থীদের মধ্যেও। উল্লেখ্য, প্রায় এক বছর ধরে ফাঁকা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটি। বর্তমানে সেই দায়িত্ব সামলাচ্ছেন এসএসসি সচিব। তাই পরিস্থিতি সামাল দিতেই শুভশঙ্কর সরকার এই বাড়তি দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর এসএসসির নিয়োগ জট কাটে কিনা সেটাই দেখার অপেক্ষা।
إرسال تعليق
Thank You for your important feedback