এবার রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব দেবে রাজ্য

করোনার জেরে রাজ্যে দীর্ঘদিন ধরেই বন্ধ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। আগামী বছরের আগে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার কোনও সম্ভাবনা নেই বলে আগেই জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে সেটা নিয়ে ধোঁয়াশা ছিল। বৃহস্পতিবার সেই ধোঁয়াশা কিছুটা লাঘব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান, ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী বছরের জুন মাসে আয়োজন করার বিষয়ে আলোচনা চলছে। তবে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যাতে পড়াশোনায় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ঘোষণা করেন, রাজ্যের সমস্ত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একটি করে ট্যাব দেওয়া হবে। 

 

 মুখ্যমন্ত্রীর কথায়, ‘ট্যাবের মাধ্যমে বারো ক্লাসের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনাটা ফলো করতে পারবে’। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, রাজ্যে বর্তমানে ১৪ হাজার উচ্চমাধ্যমিক স্কুল এবং ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকার পোষিত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সাড়ে ৯ লাখ। এদের প্রত্যেককেই একটি করে ট্যাব দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই এরজন্য দরপত্র আহ্বান করা হবে। ট্যাবগুলি বিলি করবে রাজ্যের শিক্ষা দফতর।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم