উচ্চমাধ্যমিক শুরু ১৫ জুন

২০২১ এর  উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন আগামী বছর জুন মাসে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পর্ষদের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, প্র্যাক্টিকাল পরীক্ষার সময়সূচি বিষয়ে সিদ্ধান্ত নেবে স্কুলগুলি। তবে ১০ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে তা শেষ করে, ২০ এপ্রিলের মধ্যে নম্বর পাঠিয়ে দিতে হবে। ১৫ জুন থেকে ৩০ জুন অবধি প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত হবে লিখিত পরীক্ষা। 

করোনা পরিস্থিতিতে সবরকম সুরক্ষাবিধি পালন করেই স্কুলগুলিতে পরীক্ষা নেওয়া হবে।  এদিন উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণার পাশাপাশি একাদশ শ্রেণির পরীক্ষার সূচিও ঘোষণা করা হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে। ১৫ জুন থেকে ২ জুলাই অবধি দুপুর ২ টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত হবে একাদশ শ্রেণির পরীক্ষা।         


২০২১ এর উচ্চমাধ্যমিকের ঘোষিত পরীক্ষাসূচি : 

১৫ই জুন - প্রথম ভাষা (বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি) 

১৭ই জুন- দ্বিতীয় ভাষা (ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, অলটারনেটিভ ইংরেজি)

১৮ই জুন- ভোকেশনাল বিষয়

১৯ শে জুন- পলিটিকাল সায়েন্স, বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ 

২১ শে জুন- ম্যাথেমেটিক্স, এনথ্রোপলজি, সাইকোলজি, অ্যাগ্রোনোমি, হিস্ট্রি 

২২শে জুন- মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এনভারমেন্টাল স্টাডিজ, ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিসুয়াল আর্টস

২৪শে জুন - সোশিওলজি, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অফ অডিটিং, ফিলোজফি

২৬শে জুন- এডুকেশন, অ্যাকাউন্টান্সি, ফিজিকস, নিউট্রেশন

২৮শে জুন- জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, কেমিস্ট্রি, ইকোনমিক্স, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ

৩০ শে জুন- জিওগ্রাফি, কস্টিং অন্ড টাক্সেশন, স্ট্যাটিসটিকস, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم