অবশেষে চালু হচ্ছে বালুরঘাট-আজিমগঞ্জ-লালগোলা সহ ৬ জোড়া ট্রেন

রেলের কাছে প্রতিনিয়তই জমছিল দাবির পাহাড়। রাজ্য সরকারও অনুমতি দিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ইন্টারসিটি এবং প্যাসেঞ্জার ট্রেন চালুর জন্য। অবশেষে রাজ্যের কয়েকটি শাখায় ট্রেন চালু করে দিচ্ছে পূর্ব রেল। ডিসেম্বরের শুরুতেই চালু হয়েছিল কয়েক জোড়া ট্রেন। এবার ডিসেম্বরের মাঝামাঝি থেকে আরও ৬ জোড়া ট্রেন চালু করতে চলেছে রেল। ট্রেন চালু হচ্ছে হাওড়া-আজিমগঞ্জ, কলকাতা-বালুরঘাট ও কলকাতা-লালগোলা শাখায়। দেখে নিন ৬ জোড়া বিশেষ ট্রেনের সূচি।



কলকাতা-বালুরঘাট-কলকাতা স্পেশাল (ভায়া ডানকুনি)

চালু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে। শনিবার ছাড়া চলবে প্রতিদিন। বেলা ১২টা ৫৫ মিনিটে কলাকাতা থেকে ছেড়ে বালুরঘাট পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে। অপরদিকে বালুরঘাট থেকে ট্রেনটি রবিবার ছাড়া প্রতিদিন ভোর ৫ টা ৪৫ মিনিটে ছেড়ে কলকাতা পৌঁছাবে দুপুর ২টো ২০ মিনিটে।

হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল (ভায়া ব্যান্ডেল)

চালু হবে আগামী ১২ ডিসেম্বর থেকে। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ৫ মিনিটে। ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর-শ্রীনিকেতন, আহমেদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি হয়ে আজিমগঞ্জ পৌঁছাবে বেলা ১২ টা নাগাদ। ফিরতি পথে ট্রেনটি দুপুর ৩টে ৪০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে হাওড়া পৌঁছাবে রাত ৯টা ৪৫ মিনিটে।

কলকাতা-লালগোলা-কলকাতা স্পেশাল (ভায়া নৈহাটি)

চালু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন কলকাতা স্টেশন থেকে সকাল ৬টা ৫০ মিনিটে। ব্যারাকপুর, রানাঘাট, পলাশি বেলডাঙা ও মুর্শিদাবাদ হয়ে লালগোলা পৌঁছাবে সকাল ১১টা ৫৫ মিনিটে। ফিরতি পথে ট্রেনটি বিকেল ৪টে ৩৫ মিনিটে লালগোলা থেকে ছেড়ে কলকাতা পৌঁছাবে রাত ৯টা ৪০ মিনিটে।

কলকাতা-সীতামারি-কলকাতা দ্বি-সাপ্তাহিক স্পেশাল (ভায়া নৈহাটি)

চালু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। ট্রেনটি প্রতি রবি ও বৃহস্পতিবার রাত ৮টা ৫৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে সীতামারি পৌঁছাবে পরদিন সকাল ১১টা ৪৫ মিনিটে। ফিরতি পথে ট্রেনটি প্রতি সোম ও শুক্রবার বেলা ১২টা ৪০ মিনিটে সীতামারি থেকে ছেড়ে পরদিন ভোর ৩টে ৫০ মিনিটে কলকাতা পৌঁছাবে।
 
কলকাতা-যোগবাণী-কলকাতা ত্রি-সাপ্তাহিক স্পেশাল (ভায়া নৈহাটি)

চালু হবে আগামী ১১ ডিসেম্বর থেকে। ট্রেনটি প্রতি সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে যোগবাণী পৌঁছআবে পরদিন সকাল ১১টা নাগাদ। ফিরতি পথে ট্রেনটি প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বেলা ২টো ৪৫ মিনিটে যোগবাণী থেকে ছেড়ে পরদিন ভোর ৩টে ২০ মিনিটে কলকাতা পৌঁছাবে।

কলকাতা-মজফ্ফরপুর-কলকাতা সাপ্তাহিক স্পেশাল (ভায়া নৈহাটি)

চালু হবে আগামী ১২ ডিসেম্বর থেকে।  ট্রেনটি সপ্তাহে প্রতি মঙ্গলবার রাত ৮টা ৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে মজফ্ফরপুর পৌঁছাবে পরদিন সকাল ৮টা ৫৫ মিনিটে। ফিরতি পথে ট্রেনটি প্রতি বুধবার দুপুর ২টো ৪০ মিনিটে মজফ্ফরপুর থেকে ছেড়ে পরদিন ভোর ৩টে ৫০ মিনিটে কলকাতা পৌঁছাবে।  



পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কলকাতা-বালুরঘাট-কলকাতা স্পেশাল, কলকাতা-লালগোলা-কলকাতা স্পেশাল, কলকাতা-সীতামাঢ়ি-কলকাতা স্পেশালের বুকিং ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আর আগামী ৮ ডিসেম্বর থেকে হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল,  কলকাতা-যোগবাণী-কলকাতা স্পেশালের বুকিং শুরু হবে।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم