সোনিয়া গান্ধি দীর্ঘদিন অসুস্থ, দল তথা ইউপিএর দায়িত্ব নিতে তাঁর অসুবিধা হচ্ছে,তা তিনি বারংবার জানিয়েছেন। কিন্তু বিকল্পের অভাবে এখনও চেয়ারপার্সনের পদ নিয়ে থাকতে হচ্ছে তাঁকে। এবারে তাঁর দলের পক্ষ থেকে এনসিপি সভাপতি শরদ পাওয়ারের কাছে অনুরোধ গিয়েছিল। কিন্তু আপাতত শরদ দায়িত্ব নিতে নারাজ।
কংগ্রেসের একটি বড় অংশ এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারণ সামনে বাংলা সহ তামিলনাড়ু ও কেরালায় নির্বাচন। এই তিন প্রদেশে এখনও পর্যন্ত বিজেপি কখনোও ক্ষমতায় আসতে পারেনি। শুধু তাই নয়, গত লোকসভায় এই তিন রাজ্যে বিজেপি শাসক দলকে টপকে প্রথম স্থানেও যেতে পারেনি। কিন্তু যেভাবে বিরোধী জোট দুর্বল হচ্ছে এবং বিজেপি সংগঠন বাড়াচ্ছে তাতে কংগ্রেস নেতাদের ভাবনা বেড়েছে ।
প্রণব মুখোপাধ্যায়ের পরে সব থেকে অভিজ্ঞ এবং ধুরন্ধর শরদ পাওয়ার। বিশেষ করে নরেন্দ্র মোদি থেকে সীতারাম ইয়েচুরী প্রত্যেকের সাথেই সুসম্পর্ক রাখতে মারাঠা স্ট্রংম্যানকে দরকার বলেই মনে করেন কংগ্রেস তথা শিবসেনার মতো তাদের নব্য শরিকরা।আপাতত সূত্রের খবর, শরদ রাজি হনা লে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়াকে অনুরোধ জানাবেন সোনিয়া।
إرسال تعليق
Thank You for your important feedback