অনলাইনে বাইক কিনতে গিয়ে আর্থিক প্রতারণার শিকার এক যুবক। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বনগাঁর এড়োপোতা এলাকার যুবক তন্ময় মণ্ডল তিনদিন আগে একটি অনলাইন বিপণন সাইটে একটি পুরোনো বাইক পছন্দ করেন। ফোনে বাইকটির মালিকের সঙ্গে বাইকটি কেনার জন্য ত্রিশ হাজার টাকা দাম ঠিক হয়৷
মঙ্গলবার তন্ময় ওই বাইক বিক্রেতার কথামতো তাঁর অ্যাকাউন্টে চারটি ধাপে অনলাইনে ত্রিশ হাজার টাকাও পাঠিয়ে দেন। অভিযোগ, টাকা দিয়ে দেওয়ার পরও বাইক পাননি তন্ময়। এরপরই ওই বিক্রেতার কাছ টাকা ফেরত চাইলে, তা দেবে না বলে সাফ জানিয়ে দেয় ওই ব্যক্তি। তন্ময় বুঝতে পারেন তিনি আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। এরপরই তিনি বনগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback