দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত ৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে, বসিরহাটের হাড়োয়া এবং দেগঙ্গা থানার মাঝে রামনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হাড়োয়া-বেড়াচাঁপা রোড ধরে হাড়োয়া থেকে একটি মোটরবাইক তীব্র গতিতে বেড়াচাঁপার দিকে যাচ্ছিল। একইসময় অপর একটি মোটরবাইকও যথেষ্ট দ্রুত গতিতে হাড়োয়ার দিকে আসছিল। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে রামনগরে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের।
ধাক্কা লেগে দুই বাইকে থাকা চারজন আরোহী রাস্তায় ছিটকে পড়েন। তাঁদের প্রত্যেকেরই মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার আরজিকর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাড়োয়া এবং দেগঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
إرسال تعليق
Thank You for your important feedback