ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন শপথগ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ২০ হাজার সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন করা হল ওয়াশিংটনে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০ জানুয়ারি প্রবল হিংসাত্মক বিক্ষোভ দেখাতে পারে বলে গোয়েন্দারা জানিয়েছেন। গত ৬ জানুয়ারি ক্যাপিটলে তাণ্ডবের পর আর কোনও ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন। আফগানিস্তান ও ইরাকে এখন যত সোনা মোতায়েন রয়েছে, এই সংখ্যাটা তার দ্বিগুণ।
ইতিমধ্যেই ক্যাপিটল হিলের আশপাশে ১৫ হাজার সেনাকর্মী মোতায়েন করা হয়েছে। ২০ তারিখের আগে যোগ দেবে আরও ৫ হাজার। শুধু যে মেটান ডিটেক্টর বসানো হয়েছে তাই নয়, ক্যাপিচটল হিলের চারধারে আটফুট উঁচু ধাতব দেওয়াল তৈরি করা হয়েছে। সব গার্ডম্যানের হাতে দেওয়া হয়েছে মারাত্মক অস্ত্র। আমেরিকার গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে এত সেনা সমাবেশ এর আগে কখনও দেখা যায়নি। ২০ জানুয়ারি প্রায় ১৬টি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছে পুলিশকে।
إرسال تعليق
Thank You for your important feedback