নানকানা সাহিব গুরুদ্বারে ভাঙচুরের ঘটনায় তিনজনকে কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। পাকিস্তানের পাঞ্জাবে গত জানুয়ারিতে একদল লোক নানকানা সাহিবে হামলা চালায়। তারা ওই ধর্মস্থান ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছিল তারা। এই গুরুদ্বার লাহোরে। শিখগুরু নানকের জন্মস্থান বলেই এই জনমস্থান গুরুদ্বার পরিচিত। হামলাকারীদের সন্ত্রাসবাদ বিরোধী আইনে ২ বছরের জেলের সাজা হয়েছে। তাদের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আরও ২ জনকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।
পুলিশের এফআইআরে বলা হয়েছে, মৎস্যবিভাগের এর সরকারি কর্মচারী ইমরান চিস্তি লোকজনকে খেপিয়েছিল। ধর্মের নামে শিখ ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করেছিল। পিছনে ছিল পারিবারিক কারণ।এই ঘটনার পর ভারতের পক্ষে কড়া প্রতিবাদ জানিয়ে দোষীদের কড়া সাজার দাবি জানানো হয়েছিল।
إرسال تعليق
Thank You for your important feedback