২৬ বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে, দাবি অর্জুনের

এই সরকার সাংবিধানিক সঙ্কটে পড়বে। আগামী দিনে ২৬ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর কথা, সরকার বাঁচাতে বাম-কংগ্রেসের অনাস্থার কথা বলছে। পুলিশ দিয়েও দিদিমনি আর আটকাতে পারবেন না। গরু পাচার হলে বি এস এফ, সিআরপিএফ কী করছে প্রশ্ন তুলছেন। অথচ মহিলা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে বিএসএফ, সিআরপিএফ অফিসারদের ভয় পাওয়ানো হচ্ছে। চিটফান্ড নিয়ে দিদিমনি একটা কমিটি করে রেখেছে। তাই টাকা মানুষকে ফেরানো যাচ্ছে না। তিনি আশ্বাস দেন, 'এবিষয়ে আমরা প্রধানমন্ত্রীকে বলেছি সেবি, ইডি ও সিবিআইকে নিয়ে নতুন কমিটি গড়তে। সেই কমিটির মাধ্যমেই মানুষকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।'

ফের তোলাবাজি ইস্যুকে তুলে এনে তাঁর অভিযোগ, কয়লা পাচারের টাকা পুলিশ এসকর্ট করে ভাইপোর বাড়িতে নিয়ে আসে। ভাইপোর ডান হাত পাচারচক্রে জড়িত বিনয় মিশ্র। তিরিশটা দেশে ভাইপোর স্ত্রীর নামে বাড়ি কিনে রেখেছে। অভিষেকের স্ত্রীর নামে নগদ টাকা তাইল্যান্ডে জমা হচ্ছে। তাইল্যান্ড সরকারের নিয়মের সুযোগ নিয়ে এই কাজ করছে। তাঁর অভিযোগ, অভিষেকের স্ত্রীর নাম ভারতে এক আর তাইল্যান্ডে আরএক।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم