অক্টোবরে খোলা থাক ময়দান, রাজনাথকে চিঠি বাবুলের

ব্রিটিশ আমল থেকে কলকাতার ময়দান ১ থেকে ১৫ তারিখ অবধি বন্ধ থাকে, এটাই ছিল দস্তুর। সমস্ত ময়দান অঞ্চল ভারতীয় সেনার অধীনে। ফলে ওই ১৫ দিন ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান ক্লাবের মাঠও বন্ধ থাকে। শুধু খোলা থাকে ইডেন গার্ডেন কেন না সেটি কলকাতা পুরসভার অধীনে। এই বন্ধের সময় ক্লাব টেন্টের ক্যান্টিনগুলোও বন্ধ থাকে, খোলা থাকে না কলকাতা প্রেস ক্লাবও। কারণ হিসাবে সেনা বিভাগ জানিয়েছে যে এই ১৫ দিন সমস্ত অঞ্চলের রক্ষণাবেক্ষণ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং দায়িত্বে নেয় ফোর্ট উইলিয়াম। এটা এবার খুলে দেওয়া হোক অনুরোধ কেন্দ্রীয় বনমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়র।
এই বিষয়ে নিয়ে বাবুল চিঠি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। বাবুলের মনে হয়েছে, ১৫ দিনের জন্য ময়দান বন্ধ রাখার কোনও যুক্তি নেই, ব্রিটিশ আমল থেকে চলা আইন এতদিন ধরে কেন রয়েছে প্রশ্ন তাঁর। অবশ্য প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ও এই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাঁকে শ্রদ্ধার সঙ্গে সেনাবিভাগ থেকে জানানো হয়েছিল, সেনার একটা রক্ষণাবেক্ষণের সময় দরকার সর্বত্র। সেই থেকে লিগ বা আইএফএ শিল্ডের খেলা ৩০ সেপ্টেম্বরের মধ্যে হয়ে যেত। অবশ্য এখন সল্টলেক সহ বিভিন্ন স্থানে স্টেডিয়াম হয়ে গিয়েছে। তবুও রাজনাথ বিষয়টি ভেবে দেখবেন জানিয়েছেন।            


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم