সারদা মায়ের জন্মোৎসবেও বেলুড়মঠে নিষিদ্ধ ভক্তদের প্রবেশ

আগামী ৫ জানুয়ারি মঙ্গলবার সারদা মায়ের জন্মোৎসব পালিত হবে বলে জানাল বেলুড়মঠ কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জনসমাগম এড়াতে মায়ের উৎসবে ভক্ত ও সাধারণ মানুষদের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, নতুন বছরের শুরুর দিন কল্পতরু উৎসবের ভিড় এড়াতে ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এমনকি দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরের সিংহদরজায় ছিল বন্ধ। এবার মা সারদার জন্মোৎসবেও একটি পথে হাঁটল বেলুড়মঠ।     


বেলুড়মঠ সূত্রে জানা গেছে, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ৩৭ তম যুব উৎসব পালিত হবে। প্রতি বছর প্রায় ১০ হাজার যুব ও ছাত্র-ছাত্রী ওইদিন বেলুড়মঠে জমায়েত হয়। কিন্তু এবছর বিবেকানন্দ সভাগৃহে সীমিত সংখ্যক অতিথি ও আলোচকের উপস্থিতিতেই অনুষ্ঠান পালন করা হবে। ভার্চুয়াল মাধ্যমে অর্থাৎ ইউটিউব ও টিভিতে প্রচারিত হলে, সেখানেই ভক্তরা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন। তবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বেলুড়মঠে ভক্তদের প্রবেশাধিকার বন্ধই থাকছে বলে এদিন জানান বেলুড়মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم