করোনা বিধি ভেঙে আইসোলেশনে ৫ ভারতীয় ক্রিকেটার

নতুন বছরের শুরুতেই বিপাকে পড়ল টিম ইন্ডিয়া। আইসোলেশনে পাঠানো হল পাঁচ ভারতীয় ক্রিকেটারকে। তাঁরা হলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিল, পৃথ্বী শ ও নভদীপ সাইনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসকদের পরামর্শে তাঁদের টিমের বাকি সদস্যদের কাছ থেকে আলাদা রাখা হয়েছে। অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই ক্রিকেটাররা প্রশিক্ষণে থাকতে পারবেন নিয়মবিধি মেনে। তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা তাও ঠিক করবে তারা।
বর্তমানে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলছে বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারতকে হারিয়েছিল অজিরা। মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। সিডনিতে তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা ৭ জানুয়ারি থেকে। তার আগেই বছরের প্রথম দিন শুক্রবার মেলবোর্নের একটি রেস্তরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন পাঁচ ভারতীয় ক্রিকেটার। জৈব সুরক্ষা বলয়ের চোয়াক্কা না করে রেস্তরাঁয় গিয়ে কোভিড সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে তাঁদের ফের আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানানো হয়েছে ভারতীয ক্রিকেট বোর্ডকেও। শুক্রবার থেকেই সোশাল মিডিয়ায় নভলদীপ সিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এই পাঁচ ভারতীয় ক্রিকেটারকে।  তাঁরা সিডনির সিক্রেট কিচেন নুডলস অ্যান্ড বার বি কিউ রেস্তরাঁয় খাচ্ছিলেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানাচ্ছে, ক্রিকেটাররা হোটেল থেকে বেরোতে পারেন। তবে মেলবোর্নের আগে তাঁরা বাইরে খেতে যেতে পারবেন না। উল্লেখ্য, ইংল্যান্ডের জোফ্রা আর্চার জৈব সুরক্ষা ভাঙায় এক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন। তিনি হোটেল ছেড়ে বাড়িতে গিয়েছিলেন। সিডনিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বত্র চলছে কঠোর কড়াকড়ি।



 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم