বেসরকারীকরণে আরও এক ধাপ এগোল কেন্দ্র

প্রতিরক্ষা, রেল, বিদ্যুৎ, খনন ও পরিকাঠামোর পরে এবারে রাষ্ট্রীয় কেমিকাল এন্ড ফার্টিলাইজার (আরসিএফএল) বা বিইএমএল-ও (ভারত আর্থ মুভার্স) সেই তালিকায় যুক্ত হল এবং হাতে থাকা শেয়ার বিক্রির জন্য ঝাঁপাল কেন্দ্রীয় সরকার। রাজকোষ সচল রাখতে এবং বাড়িত অর্থ আনতে আরও রাষ্ট্রয়াত্ত সংস্থার বিলগ্নিকরণের দিকে হাত বাড়িয়েছে মোদি সরকার। 

বাজেটের আগে চলতি অর্থবর্ষে বিলগ্নিকরণে ২.১০ লক্ষ কোটি আয়ের যে টার্গেট সরকার নিয়েছে তা পূর্ণ হতে বহু সময় লাগবে বলে নির্মলা সীতারামনদের ধারণা। কিন্তু বসে নেই সরকার। রবিবার ছুটির দিনেও বিইএমএল-এ থাকা ২৬ শতাংশ অংশীদারি শেয়ার বিক্রির জন্য প্রাথমিক আগ্রহপাত্র চাওয়া হয়েছে। পাশাপাশি এর চরম বিরোধিতা করেছে বাম দলগুলি। তাদের বক্তব্য, এইভাবে একে একে সরকার  তার নিজের নিজের অস্তিত্ব বিকিয়ে দিচ্ছে।      


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم