সারাদেশেই বিনামূল্যে মিলবে করোনার টিকা, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

সারাদেশেই বিনামূল্যে মিলবে করোনার টিকা। অগ্রাধিকারের ভিত্তিতে যে ভ্যাকসিন দেওয়া হবে, তা বিনামূল্যেই দেওয়া হবে বলে শনিবার জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। উল্লেখ্য, বছরের প্রথমদিনই ভারতে প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞদের ছাড়পত্র পেয়েছে সিরামের অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ড। বাকি শুধু ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার অনুমোদন। এরপরই এদিন থেকে ভারতের সব রাজ্যে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান।  ড্রাই রান-এর প্রক্রিয়া কেমন চলছে তা দেখতেই শনিবার সকালে দিল্লির একটি হাসপাতালে পৌঁছে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘শুধু দিল্লি নয়, সারাদেশেই বিনামূল্যে পাওয়া যাবে ভ্যাকসিন।’   
পাশাপাশি, দেশবাসীকে ভ্যাকসিন নিয়ে কোনও গুজবে কান না দিতেও আবেদন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ভ্যাকসিনের গবেষণায় খামতি নেই। এটি নিরাপদ জেনেই বিশেষজ্ঞরা যে কোনও সিদ্ধান্ত নেবেন। ভ্যাকসিন নিয়ে কোনও গুজব ছড়াবেন না।  প্রথমে  পোলিওর টিকা নিয়েও নানারকম গুজব ছড়িয়েছিল। সেই সময়ও মানুষকে আশ্বস্ত করা হয়েছিল। যে কারণে আজ ভারত পোলিও মুক্ত।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم