মিসড কলেও মিলবে গ্যাস

এবার থেকে ইনডেনের গ্যাস মিসড কলেও পাওয়া যাবে বলে জানালেন তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার ভুবনেশ্বরে ইন্ডিয়ান অয়েলের এক অনুষ্ঠানে গিয়ে পেট্রোল ডিজেলের বিষয়ে বলতে গিয়ে তিনি গ্যাসের প্রসঙ্গটি আনেন। সাধারণত একটি সুনির্দিষ্ট ফোনে নির্দিষ্ট ব্যক্তি, যার নামে বুকিং, কল করলেই গ্যাস বাড়িতে চলে আসত। তবে তা ছিল খরচ সাপেক্ষ এবং মাঝে মধ্যেই সরকারি বিজ্ঞাপন থাকলে কল ফি উঠত আরও বেশি। কিন্তু এবার এই সুবিধা পেতে চলেছেন ইনডেন গ্রাহকরা। প্রধান জানান, প্রবীণ গ্রাহকদের পক্ষে এটি খুব শুভ বার্তা। তবে পাশাপাশি আইভিআরএস পদ্ধতিও থাকবে।
ভুবনেশ্বরে ইন্ডিয়ান অয়েলের কার্যনির্বাহী প্রধান অতুল গুপ্ত জানান, আপাতত এই প্রক্রিয়া চলবে কেবল এই শহরেই। তবে ভবিষ্যতে সারা ভারতের গ্রাহকরা এই সুবিধা পাবেন। একটি ফোন নম্বর দেওয়া হয়েছে ৮৪৫৪৯৫৫৫৫৫, এখানেই মিসড কল দিতে হবে। এই অনুষ্ঠানে জানা গিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরে তেলের বিক্রি বেড়েছে, যথা পেট্রোল ১০% ডিজেল ২%। তবে এপ্রিলের লকডাউনের আগের বিক্রির তুলনায় এখন বিক্রি কম, যথা পেট্রোল বিক্রি কমেছে ৪% এবং ডিজেল ১২%।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم