লস্কর এ তৈবা প্রধান জাকির রহমান লকভিকে গ্রেফতার করল
পাকিস্তান। লকভি মুম্বই বিস্ফোরণ মামলায় প্রধান অভিযুক্ত। পাক
সন্ত্রাসবিরোধী বিভাগ লাহোর থানার একটি মামলার সূত্রে তাঁকে শনিবার
গ্রেফতার করেছে। জঙ্গিদের টাকার জোগান দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
১২ বছর আগে মুম্বই বিস্ফোরণের পরই তাকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বিশ্ব
সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছিল। ওই হামলায় মারা গিয়েছিলেন ১৬৬ জন, আহত
হয়েছিলেন তিনশোরও বেশি।
উল্লেখ্য, ৬ বছর বন্দি থাকার ২০১৫ সালে লকভি
পাকিস্তানের জেল থেকে ছাড়া পায়। সন্ত্রাসের টাকা জোগাতে সে একটি
ডিসপেন্সারি খুলেছিল। তার আড়ালেই চলত তার কারবার। তাকে মাসে দেড় লাখ টাকা
মূল খরচ হিসেবে দেওয়ার বিষয়ে নিরাপত্তা পরিষদ সায় দেওয়ার এক সপ্তাহের
মধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। গত আগস্টে লস্করের হাফিজ সইদের মাসিক
বরাদ্দ টাকাও অনুমোদন পেয়েছে। সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে
পারে।
إرسال تعليق
Thank You for your important feedback