মোদির জনসমর্থন বেশি, মার্কিন সংস্থার সমীক্ষা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করেন ৭৫ শতাংশ নাগরিক, পছন্দ করেন না ২৫ শতাংশ। সবমিলিয়ে তাঁর মোট সমর্থনের হার ৫৫ শতাংশ। এই হার অন্য রাষ্ট্রনেতাদের থেকে বেশি। মার্কিন তথ্য বিশ্লেষক সংস্থা মর্নিং কনসাল্ট এই খবর জানিয়েছে। তারা ১৩টি দেশে বিশ্বের নেতাদের জনসমর্থন নিয়মিত যাচাই করে।
সমীক্ষা অনুযায়ী, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের জন সমর্থনের হার ২৪ শতাংশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সমর্থকের থেকে সমালোচকই বেশি। এই খবরের পর স্বভাবতই উচ্চ্বসিত বিজেপির নেতারা। সবাপতি জে পি নাড্ডা বলেছেন, এটা গোটা দেশের কাছেই বিশেষ সম্মানের। মোদির যোগ্য নেতৃত্বেরই এঁটা প্রমাণ। নাড্ডার পরই একে একে টুইট করতে শুরু করেন  রাজনাথ সিং, প্রকাশ জাভরেকরের মতো নেতারাও।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم