ম্যাঞ্চেস্টার ডার্বিতে জয় গুয়ার্দিওলার ম্যান সিটির

বুধবার মধ্যরাতে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা টিভির সামনে উন্মুখ হয়ে বসেছিলেন ম্যাঞ্চেস্টার ডার্বির অপেক্ষায়। ইংল্যান্ডের দুই বড় দলের লড়াই ঘিরে পারদ চড়ছিল ম্যাঞ্চেস্টারে। কারাবাও কাপের (ইএফএল কাপ) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল যুযুধান দুই দল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যানঞ্চেস্টার সিটি। ম্যাঞ্চেস্টার ডার্বিতে ম্যান ইউ-কে ২-০ গোলে হারাল গুয়ার্দিওলার ম্যান সিটি।  

ফুটবলপ্রেমীরা তাকিয়ে ছিলেন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি এবং ওলে গুন্নার সোলসসেয়ারের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডুয়েল দেখার জন্য। এদিনের ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূ্ন্যে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ বাড়ায় গুয়ার্দিওলার ম্যান সিটি। ৫০ মিনিটে প্রথম গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন জন স্টোনস। ৮০ মিনিটে ফার্নন্দিনহোর দ্বিতীয় গোলই ফাইনালে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে যায় ম্যান সিটির কাছে। এই নিয়ে পরপর চারবার কারাবাও কাপের ফাইনালে উঠল  গুরু  পেপ গুয়ার্দিওলার দল। ২৫ এপ্রিল ফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ মোরহিনহোর টটেনহ্যাম হটস্পার। ইপিএলে বর্তমানে ম্যান ইউ ভালো ফর্মে থাকলেও, এদিনের ম্যাচ হেরে সামান্য হোঁচট খেল গুন্নার সোলসসেয়ারের ইউনাইটেড। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم