করোনার উৎস খুঁজতে বিশেষজ্ঞ দলের সফরে বাধা দিচ্ছে চিন। বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রধান তেদ্রোস ঘেব্রেয়েসুস জানিয়েছেন, শেষমুহূর্তে তাদের চিন যাওয়া আটকানো হয়েছে। এতে তিনি খুবই হতাশ। দীর্ঘ আলোচনা ও বাদানুবাদের পর এই সপ্তাহেই ১০ সদস্যের ওই টিমটির চিনে পৌঁছনোর কথা ছিল।
করোনার উৎস জানার সূত্র নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর চিন। ২০১৯ সালের শেষে চিনের উহানে প্রথম করোনার দেখা মিলেছিল। তাকে গোপনে চাপা দেওয়ার চিনের চেষ্টা নিন্দিত হয়েছিল বিশ্বজুড়েই। তারপরই গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখনও পর্যন্ত ১৮ লক্ষেরও বেশি মৃত্যু হয়েছে এই মরণ ভাইরাসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভাইরাসকে বলেছিলেন 'চিনা ভাইরাস।'
প্রথম থেকেই এই সংক্রমণের গোড়ার সময় নিয়ে পূর্ণাঙ্গ তদন্তে নারাজ চিন। বংর তারা ভাইরাস চিন নয়, অন্য দেশ থেকে এসেছিল বলে সন্দেহপ্রকাশ করেছে। বিশ্ব স্বাস্থ্যসংস্থা খতিয়ে দেখতে চায়, কীভাবে পশু থেকে এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হল। টিমের ২ জন রওনা হলেও এখনও তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বাকিরা শেষ মুহূর্তে যাত্রা শুরু করতেই পারেননি। চিন বলেছে, তারা ব্যবস্থা নিচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback