হিন্দি ছবিতে রিমেকের ইতিহাস প্রচুর আছে। আবার অন্য ভাষার অন্য রাজ্যের ছবি হিন্দিতে রিমেক হয়েছে এমন নিদর্শনও প্রচুর। বলিউডে গত ১০/১৫ বছর ধরে হিট সিনেমার দ্বিতীয় পর্বের ছবি বানাচ্ছেন অনেকেই। ‘কই মিল গয়া’ সিনেমাটি তিনটি পর্বে রিলিজ করেছে। তবে তিনটি ছবিই কিন্তু হিট করেনি। সলমান খানদের পরিবারিক প্রোডাকশন হাউস দাবাং ১, দাবাং ২ দুটি ছবি কিন্তু হিট করেছিল। আবার ‘হেরা ফেরি’ সিনেমাটির দ্বিতীয়টি ফ্লপ করেছিল।
কয়েক বছর আগে ‘আঁখে’ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। তিনজন অন্ধকে দিয়ে ব্যাঙ্ক ডাকাতি করা নিয়ে ছিল ছবিটি। তিন অন্ধের ভূমিকায় অভিনয় অক্ষয় কুমার, জন আব্রাহাম এবং পরেশ রাওয়াল। এবার দ্বিতীয় পর্বেও অন্ধ মানুষকে দিয়ে ব্যাঙ্ক ডাকাতির কাহিনীই থাকছে। এই পর্বেও থাকছেন বিগ বি। তাঁর সঙ্গে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবির নাম আঁখে ২, শুটিং শুরু হচ্ছে এ মাসেই।
إرسال تعليق
Thank You for your important feedback