বিএমসির নোটিসের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন সোনু সুদ। সংবাদ সংস্থার খবর, জুহুতে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই নিজের ছ’তলা বাড়িকে হোটেলে রূপান্তরি করেছেন, এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসি। এনিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও সোনুর ঘনিষ্ট মহল সূত্রে খবর, বিএমসির অনুমতি তাঁর কাছে ছিল। কিন্তু মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল পরিচালনা কর্তৃপক্ষের ছাড়পত্র মেলা বাকি ছিল। এরপরই বৃহন্মুম্বই পুরনিগমের নোটিশকে চ্যালেঞ্জ বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেতা। সোমবার বিচারপতি পৃথ্বীরাজ চহ্বনের এজলাসে এই মামলার শুনানি হবে বলে খবর।
বিএমসি তরফে অভিযোগ করা হয়, সোনুকে প্রথমেই নোটিশ পাঠানো হলেও তা উপেক্ষা করেই তিনি নির্মাণ চালিয়ে যান। গতবছরের অক্টোবর মাসে অভিনেতাকে যে নোটিশ দেওয়া হয়, তার উত্তরও দেননি সোনু। এরপরেই এই সিদ্ধান্ত নেয় বিএমসি। এই ঘটনায় অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী সোনালি সুদের বিরুদ্ধেও।
إرسال تعليق
Thank You for your important feedback