প্রবল তুষারপাতে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাশ্মীর। টানা চারদিন জম্মু-শ্রীনগর এবং মোঘল রোড তুষারে অবরুদ্ধ। বহু জায়গায় ভূমিধসও হয়েছে। জওহর টানেলে বরফ জমায় রাস্তা বন্ধ। টানা ৪ দিন বন্ধ রয়েছে উড়ান। দৃশ্যমানতা একেবারে শূন্য। রবিবার থেকে গোটা উপত্যকায় ভারী তুষারপাত হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার বিকেলের পর অবস্থার উন্নতি হতে পারে।
এখন ২৬০ কিলোমিটারের সড়কে বরফ পরিষ্কার করার কাজ চলছে। উপত্যকার সঙ্গে শোপিয়ান, রজৌরি হয়ে জম্মুর সঙ্গে যোগাযোগকারী মোগল রোড বেশ কয়েকদিনই বন্ধ। সবথেকে বেশি বরফ পড়েছে কাশ্মীরের কুলগামে। সেখানে প্রায় সাত ফুট বরফ জমে রয়েছে। ভারী তুষারপাত হয়েছে অনন্তনাগেও। এর ফলে উপত্যকার বহু এলাকায় চলছে বিদ্যুৎ বিপর্যয়। গত তিনদিন শ্রীনগরেও তুষারপাত হয়েছে। সেখানে তাপমাত্রা মাইনাস ০.৯ ডিগ্রি। জমে গিয়েচে ডাল লেকের জল। গুলমার্গে পারদ নেমেছে মাইনাস ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, পহেলগামে মাইনাস ১.২ ডিগ্রিতে।
إرسال تعليق
Thank You for your important feedback