নতুন বছরের শুরুতেই ফিরলেন ব্যোমকেশ। রবিবার প্রকাশ্যে এল হইচই ওটিটি প্ল্যাটফর্মের ‘ব্যোমকেশ’ সিরিজের সিজন ৬-এর প্রথম ঝলক। ২০১৭ সালে ওটিটিতে প্রথমবার সত্যান্বেষী ব্যোমকেশের ভূমিকায় দেখা যায় অনির্বাণ ভট্টাচার্যকে। প্রায় একবছর পর আবার ফিরলেন তিনি। এই সিজনেও 'ব্যোমকেশ' অনির্বাণের পাশাপাশি সত্যবতী চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধিমা, অজিতের ভূমিকায় রয়েছেন সুপ্রভাত দাস। ৮ জানুয়ারি থেকে 'হইচই'তে ব্যোমকেশ সিজন ৬-এর স্ট্রিমিং দেখতে পাবেন দর্শকরা।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'মগ্ন মৈনাক' গল্প অবলম্বনেই তৈরি হয়েছে ব্যোমকেশ সিরিজের এই সিজন ৬ এর প্লট। পরিচালনা করছেন সৌমিক হালদার। এক পাকিস্তানি মেয়ে হেনা মল্লিকের মৃত্যু রহস্যের কিনারা করে সত্য উদঘাটনই এবার লক্ষ্য। এবারের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্র হেনা মল্লিকের ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিককে। এছাড়াও অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার, সুপ্রভাত দাস, কৃষ্ণেন্দু দেওয়ানজি, সৌমেন্দ্র ভট্টাচার্য, উজান চট্টোপাধ্যায় প্রমুখ। মগ্ন মৈনাকের আগে ব্যোমকেশ-এর আগের সিজন গুলিতে সত্যান্বেষী, পথের কাঁটা, মাকড়শার রস, অর্থমঅনর্থম, রক্তের দাগ, শজারুর কাঁটা ও অগ্নিবাণ এই গল্পগুলি দেখানো হয়েছিল|
إرسال تعليق
Thank You for your important feedback