আবারও বৈঠকের সিদ্ধান্ত। সোমবার কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের সপ্তম বৈঠকও নিষ্ফলা রইল। দিল্লির বিজ্ঞানভবনে ফের বৈঠক হবে ৮ জানুয়ারি। কৃষকরা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এদিনও ছিলেন অনড়। সেইসঙ্গে ফসলের ন্যূনতম মূল্যের আইনি বৈধতার দাবি থেকেও তাঁরা সরেননি। কৃষক নেতা রাকেশ টিকায়েত বৈঠকের পর জানিয়েছেন, তাঁরা জানিয়ে এসেছেন, আইন বাতিল না হলে তাঁরা ঘরে ফিরবেন না।
এদিন বৈঠকের শুরুতেই দিল্লির সীমান্তে প্রয়াত আন্দোলনরত কৃষকদের স্মৃতিতে ২ মিনিটের নীরবতা পালন করা হয়। তাতে যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, রেলমন্ত্রী পীযূয গোয়াল এবং মন্ত্রী সোমপ্রকাশ। সরকারের তরফে বলা হয়েছে, আইন বাতিল হবে না। তেব ধার অনুযায়ী আলোচনার পর আইনে সংশোধন করা হবে। তাতে সন্তুষ্ট নন কৃষক নেতারা।
إرسال تعليق
Thank You for your important feedback