লা লিগায় টানা ১৭ মরশুম খেলে রবিবার বার্সেলোনার হয়ে ৫০০ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। পায়ে চোটের কারণে বছর শেষের আগে কয়েকটা ম্যাচ থেকে বাদ পড়েছিলেন মেসি। বছর শুরুরতেই প্রথম ম্যাচে উয়েস্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। বার্সা ১-০ গোলেই ম্যাচ জিতেছে। অন্যদিকে এই ম্যাচে চোট সারিয়ে খেলতে নেমেছিলেন মেসি। যদিও তিনি এদিনের ম্যাচে গোল না পেয়েই মাঠ ছাড়তে হল তাঁকে। তবে একই লিগের ৫০০ ও একই দলের জার্সি গায়ে ৭৫০টি ম্যাচ খেলে এক অনন্য মাইলফলক ছুঁয়ে ফেললেন মেসি। এর আগে লা-লিগায় বার্সেলোনার হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে জাভি হার্নান্দেজের। তিনি ৭৬৭ টি ম্যাচ খেলেছিলেন বার্সেলোনার জার্সি গায়ে। মেসির শুধু সময়ের অপেক্ষা তাঁর প্রাক্তন সতীর্থ জাভিকে ছুঁতে।
إرسال تعليق
Thank You for your important feedback