প্রয়াত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ও বিশ্বকাপ জয়ী মাইকেল কিন্ডো

১৯৭২ সালে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ও ১৯৭৫ সালের হকি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন মাইকেল কিন্ডো। তিনি বৃহস্পতিবার রাউরকেল্লার ইস্পাত জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘকাল ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও একটি ছেলে রেয়েছে। তিনিই প্রথম আদিবাসী সম্প্রদায়ের খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন।  

১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের অন্যতম সদস্য ছিলেন। তিনি সেখানে তিনটি গোল করেছিলেন। ১৯৭৫ সালে কুয়ালালামপুর হকি বিশ্বকাপে ভারতের হয়ে সোনা জিতেছিলেন। ১৯৭২ সালে অর্জুন পুরস্কারের সম্মান পেয়েছিলেন।

মাইকেল কিন্ডোর পরিবারের তরফ থেকে জানানো হয়ছে, যে রাউরকেল্লার ইস্পাত জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত সমস্যার কারণে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন এবং মানসিকরোগগ্রস্থ হয়ে পড়েছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

তাঁর মৃত্যুতে ভারতের হকি দলের তরফে টুইটে শোকপ্রকাশ করা হয়েছে। টুইট করে ভারতীয় হকি দলের তরফে জানানো হয়েছে, ভারতীয় দলের প্রাক্তন হকি খেলোয়াড় ১৯৭২ সালে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ও ১৯৭৫ সালে বিশ্বকাপজয়ী মাইকেল কিন্ডোর প্রয়ানে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও টুইট করে বলেন তিনি হলেন আদিবাসী সমাজের মানুষের কাছে অনুপ্রেরণা। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم