বাঁ চোখে ব্যান্ডেজ, এটিকে-মোহনবাগানের গোলকিপার অনিশ্চিত!

আইএসএলে প্রথম পর্বের শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হারতে হয় এটিকে-মোহনবাগানকে। সেই ম্যাচেই বাঁ চোখে মারাত্মক চোট পান দলের প্রধান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। প্রথমার্ধের শেষ দিকে চোট লাগলেও সেটা নিয়েই পুরো ম্যাচ খেলেছিলেন অরিন্দম। পড়ে জানা যায় তাঁর চোট গুরুতর। মঙ্গলবার বাঁ চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেল তাঁকে। ফলে এটা এটিকে-মোহনবাগানের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। 

তবে অরিন্দম নিজে জানিয়েছেন, বুধবার বোঝা যাবে চোট কতটা, আদৌ খেলতে পারবেন কিনা। অপরদিকে এটিকে-মোহনবাগান শিবির আশাবাদী দলের প্রধান গোলকিপারকে পরবর্তী ম্যাচে পাওয়া নিয়ে। কারণ তাঁদের পরবর্তী খেলা পাঁচদিন পর। এরমধ্যে যাতে অরিন্দম ঠিক হয়ে যায় সেটা দেখছে টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, সোমবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষে মুম্বইয়ের স্ট্রাইকারের পা গিয়ে সরাসরি লাগে অরিন্দমের বাঁ চোখে। এই অবস্থাতেই তিনি দ্বিতীয়ার্ধেও খেলেছেন। ৬৯ মিনিটে ওগবেচেক শট গোল খেলেও, ম্যাচের বাকি সময় দারুণ খেলেছেন অরিন্দম। রবিবার এটিকে-মোহনবাগানের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ এফসি গোয়া। এটিকে-মোহনবাগানের সভ্য-সমর্থকরা আশাবাদী অরিন্দম ওই ম্যাচে তিন কাঠির নীচে দাঁড়াতে পারবেন। কিন্তু ওই ম্যাচে অরিন্দমকে আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তিত এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্থোনিও লোপেজ হাবাস।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم