বছর শুরুর সুপার সানডেতেই জয় পেল কলকাতার দু’দলই। এসসি ইস্টবেঙ্গলের পর জয় দিয়ে বছর শুরু করল এটিকে-মোহনবাগান। নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে লিগ টেবিলের শীর্ষ স্থানে জায়গা করে নিল হাবাসের দল। ম্যাচের সেরা হয়েছেন রয় কৃষ্ণ।
রবিবার দু’দলের লড়াই হলেও, প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যে। ম্যাচের ১৮ মিনিটেই ম্যাকহিইয়ের হেডের বল বারে লেগে অল্পের জন্য বেঁচে যায়। ২৬ মিনিটের মাথয় নর্থ ইস্টের স্ট্রাইকার ফক্সের হেডে লেগে বল মাঠের বাইরে যায়। ৩৯ মিনিটে হলুদ কার্ড দেখেন এটিকে-মোহনবাগানের শুভাশিস বসু। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতেই ছন্দে ফেরে উইলিয়ামস থেকে রয় কৃষ্ণরা। ৫১ মিনিটের মাথায় গোল করে এটিকে-মোহনবাগানকে এগিয়ে দেন রয় কৃষ্ণ।কর্নার থেকে বল বাড়ান এদু গার্সিয়া। তাঁর বাড়ানো বলে ব্যাকহেড দিয়ে রয় কৃষ্ণার উদ্দেশে বাড়ান তিরি। সেখান থেকেই হেডে গোল করেন রয় কৃষ্ণ। ৬ মিনিটের ব্যবধানে দ্বিতীয়বার এদু গার্সিয়া কর্নার থেকে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে ফেলেন নর্থ ইস্টের ডিফেন্ডার বেঞ্জামিন লাম্বোট। এরপর আর গোলের মুখ দেখতে পায়নি গ্রিয়াড নুসের দল। ম্যাচ শেষের পর হাবাস জানান, ‘নর্থ ইস্টের বিরুদ্ধে আমরা খুব ভালো খেলেছি’। ৯ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে উঠল হাবাসের এটিকে-মোহনবাগান। অন্যদিকে সম সংখ্যক ম্যাচ খেলে ১১ পয়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেডের।
إرسال تعليق
Thank You for your important feedback